আমুদরিয়া নিউজ : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দিল্লির লালকেল্লা এলাকার কাছে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় ওই বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। প্রচুর ক্ষতি হয়েছে। এখনও জখম অনেকে হাসপাতালে রয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বুধবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, সারা এবং আমি, এবং ইজরায়েলের মানুষ, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকের এই সময়ে ইজরায়েল আপনাদের পাশে আছে।
সেই সঙ্গে নেতানিয়াহু লিখেছেন, ভারত ও ইজরায়েল অতি প্রাচীন সভ্যতা। একই মূল্যবোধ ও দৃঢ়তার উপর দাঁড়িয়ে আছি আমরা। আমাদের শহরে সন্ত্রাস হানা দিতে পারে, তবে আমাদের আত্মাকে নাড়াতে পারবে না। আমাদের এই দুই দেশের আলো শত্রুর অন্ধকারকে হার মানাবে।’
দিল্লি বিস্ফোরণে নিহতদের পরিবারকে শোকবার্তা ইজরায়েলের প্রধানমন্ত্রীর
Leave a Comment