আমুদরিয়া নিউজ : অনলাইনে কেনাকাটা ও সিসি ক্যামেরার সূত্র ধরে এক ডাক্তারের চুরি যাওয়া ল্যাপটপ ও একাধিক ট্যাব উদ্ধার করল পুলিশ। ধরা পড়ল সন্দেহভাজন চোরও। গত ৭ নভেম্বর চুরির ঘটনা ঘটে মাটিগাড়া থানা এলাকার একটি নার্সিংহোমে। পুলিশ চোর সন্দেহে যাকে ধরেছে তার নাম দীপক গর্গ। মহাকালপল্লির একটি বাড়িত থেকে তাকে ধরা হয়েছে। পেস মেকার বসানো রয়েছে এবং অসুস্থতাও রয়েছে। তাই দীপককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করিয়েছে পুলিশ।