আমুদরিয়া নিউজ : জামিনে ছাড়া পাওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় যাবেন বলে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, অভিষেক ব্যানার্জী ও মমতা ব্যানার্জীর সঙ্গেই চলতে চান। কিন্তু তৃণমূল স্পষ্ট করে কোনও ঘোষণা করেনি। দলের সূত্র দাবি করছে, পার্থবাবু নির্দোষ প্রমাণ না হলে তাঁকে নেওয়া হবে না। সেটা কবে তৃণমূলের পক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে সেই প্রশ্নেই চলছে আলোচনা।