আমুদরিয়া নিউজ :পেরুর আরেকুইপা অঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। বুধবারের ঘটনা। আরেকুইপার ওকোনা জেলার হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। খাদ থেকে বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আফগানিস্তানে হাসপাতালে গেলেও বোরখা পরতে হবে মেয়েদের
আফগানিস্তানের সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও মেয়েদের বোরখা পরে যেতে হবে বলে নির্দেশ দিয়েছে একটি এলাকায়। ডক্টর্স উইদাউট বর্ডার্স সংস্থা এই খবর জানিয়েছে। ৫ নভেম্বর থেকে ওই নির্দেশ লাগু হয়েছে। আফগানিস্তানে এমএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা শেতো সংবাদ সংস্থাকে বলেছেন, এই বিধিনিষেধ মহিলাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করতে পারে এমন নির্দেশ। এমনকী, তালিবান সদস্যরা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকছে এবং যারা বোরখা পরেননি, তাদের ঢুকতে দিচ্ছেন না। তবে তালিবান সরকার দাবি করেছে, সরকারিভাবে এমন নির্দেশ জারি