আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদের কান্দির রামেশ্বরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এক শিশুর মৃত্যু হয়েছে। ৬ জন জখম। আহতদের বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।পুলিশ জানিয়েছে, রামেশ্বরপুরের কুমারসান্দা গ্রামের ডালিম শেখের বাড়িতে ঘটনাটি ঘটেছে। ওই সময়ে রান্না হচ্ছিল। সে সময়ে গ্যাস সিলিন্ডারটি ফেটে গেলে ঘটনাস্থলেই ঝলসে ৩ বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়। বাড়িতে আগুন ধরে যায়। সেখানে থাকা ৬ জনই ঝলসে যান। পুলিশ জানায় মৃতের নাম আমিনা পারভিন। জখমদের নাম হল আনিসুর হক (৪০), তাঁর স্ত্রী আহ্লাদি বিবি (৩৫), রুলি বিবি (২৬), নুরজাহান খাতন (১৬), রিজবা বিবি (৩৫)
এই ঘটনার পরে বাসিন্দারা তদন্তের দাবি তুলেছেন।গ্যাস সিলিন্ডারে কোনও ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখার দাবি উঠেছে। উঠেছে ক্ষতিপূরণের দাবিও।গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময়ে তা ভাল করে পরীক্ষা করে দেওয়াটা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা হয়েছিল কি না সেটা দেখা জরুরি। বাসিন্দারা চাইছেন, তদন্ত করে যথাযথ ক্ষথিপূরণের ব্যবস্থা করা হোক। ত্রুটি কীসের তা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হোক।