আমুদরিয়া নিউজ : সব ঠিক থাকলে ২০২৬ সালের পয়লা জানুয়ারি জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র। মাত্র ৩৪ বছর বয়স তাঁর। ১৮৯২ সালের পর নিউইয়র্কের সবচেয়ে তরুণ মেয়র হতে যাচ্ছেন তিনি। তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন। নিউইয়র্কবাসীর জন্য কি করবেন বলেছিলেন বোটের প্রচারে!
বলেছিলেন, বাড়িভাড়ায আকাশছোঁয়া হওয়া কমাবেন। বিনামূল্যে বাসে যাতায়াতের ব্যবস্থা করবেন। সবার জন্য স্বাস্থ্য পরিষেবা দেবেন বিমানমূল্যে। এই প্রতিশ্রুতি তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শেষ পর্যন্ত তাকে জিতিয়েছে।
জোহরান মামদানি উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাহমুদ মামদানি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।বর্তমানে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজের অধ্যাপক। মা মীরা নায়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, যিনি ভারতেরই সন্তান। পরিবারটি প্রথমে উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় যান। পরে জোহরানের সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন, তবে এখনো উগান্ডার নাগরিকত্বও বজায় রেখেছেন। চলতি বছর জুলাইয়ে তিনি আমেরিকান ইলাস্ট্রেটর রামা দুয়াজিকে বিয়ে করেন।
জোহরানের পুরো নাম ‘জোহরান কাওমে মামদানি’। এই নামের মানে জেনে নিন। ‘মামদানি’ নামটি গুজরাটি ভাষাভাষী মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে। যার মানে হল নবী মহম্মদের অনুসারী। জোহরান নামের উৎস হল আরবি ও ফারসি। যার মানে হল ‘আলো’, ‘জ্যোতি’ বা ‘ফুল ফোঁটা। কাওমে শব্দটি পশ্চিম আফ্রিকার ঘানার আকান জাতিগোষ্ঠীর ভাষায় ব্যবহার হয়। শনিবারে জন্ম হলে কাওমে শব্দটি ব্যবহার হয়। কাওএমে শব্দটির মানে জ্ঞান ও নেতৃত্ব বোঝাতেও ওই ভাষায় ব্যবহার হয়ে তাকে।
নিউইয়র্কের মেয়রের নামের মানে কি
Leave a Comment