আমুদরিয়া নিউজ :নয়াদিল্লির লালকেল্লার কাছে সোমবার গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে। অন্তত ২০ জন আহত হয়েছেন। তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, বিস্ফোরণে ব্যবহৃত সাদা রঙের হুন্ডাই আই ২০ গাড়িটি ১২ দিন ধরে রাখা ছিল হারিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে। তদন্তে পাওয়া তথ্য অনুসারে, সন্দেহভাজন অভিযুক্ত ডা. উমর নবি ১০ নভেম্বর সকালে ওই গাড়িটি কলেজ ক্যাম্পাস থেকে বের করে দিল্লির দিকে যান। সোমবার সন্ধ্যায় সেই গাড়ি দিয়েই বিস্ফোরণ ঘটানো হয়। টানা ১২ দিন গাড়িটি হাসপাতাল চত্বরে থাকলেও কেন নিরাপত্তা রক্ষীদের নজরে পড়েনি সেটাও খতিযে দেখা হচ্ছে।