আমুদরিয়া নিউজ : প্রায় তিন বছরের বেশি সময় ধরে দুর্নীতি মামলায় তিনি জেলবন্দি ছিলেন। মঙ্গলবার দুপুরে ২টো নাগাদ জেল থেকে মুক্তি পেয়ে কেঁদেই ফেললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী একসময়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থবাবু। বন্দি থাকলেও কিছুদিন ধরে তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইয়ের আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় তাঁর মুক্তির নির্দেশ দেয় আদালত। সোমবার সেই আদেশ হয়। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে পার্থ কেঁদে ফেলেন। তাঁকে স্বাগত জানাতে ফুলমালা নিয়ে জড়ো হওয়াদের দিকে হাত জোড় করে কৃতজ্ঞতা জানান তিনি। তবে পার্থবাবুকে তৃণমূল কংগ্রেস কতটা স্বাগত জানাবে সেটাই এখন দেখার বিষয়।