আমুদরিয়া নিউজ : মদ বিক্রেতাদের জন্য কিছুটা সুখবর। ১ ডিসেম্বর থেকেই বাড়বে সব ধরনের মদের দাম। ফলে, লাভের অঙ্ক কিছুটা হলেও তাঁদের বাড়তে পারে। কিন্তু, মদ্যপায়ীদের জন্য অবশ্যই দুঃসংবাদ। কারণ, দেশজাত বিলিতি মদের ক্ষেত্রে ১৮০ মিলিলিটার বোতল যাকে চলতি ভাষায় নিপ বলা হয়ে থাকে, তার দাম বোতল পিছু ১০-১৫ টাকা করে বাড়তে পারে। আবার ৭৫০ মিলিলিটার মদের বোতল, যাকে চলতি ভাষায় ফুল বলা হয়, তা ৩০-৪০ টাকা করে। সমানুপাতিক হারে বাড়তে পারে ৩৭৫ মিলিলিটার বা হাফের দামও।