আমুদরিয়া নিউজ : গৃহমন্ত্রী অমিত শাহর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণ ও সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন দিল্লি পুলিশের কমিশনার, গোয়েন্দা বিভাগের (আইবি) শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সদস্যরা। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, দেশের বড় শহরগুলিতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে গৃহমন্ত্রী জানান, যেকোনও মূল্যে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে। দিল্লি পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, তদন্ত দ্রুত শেষ করে দোষীদের কড়া শাস্তি দিতে হবে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।