আমুদরিয়া নিউজ : দিল্লিতে গাড়ি বিস্ফোরণ মামলায় বড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ। মঙ্গলবার পুলওয়ামা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় এক চিকিৎসককে। তাঁর নাম সাজাদ আহমেদ মালা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই চিকিৎসকের সঙ্গে দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের যোগ থাকতে পারে। সন্দেহ করা হচ্ছে, তিনি একটি সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন, যারা দিল্লির বিস্ফোরণের ছক কষেছিল। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া চিকিৎসক কিছু সন্দেহজনক ফোন নম্বর ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই ঘটনার পেছনে পাকিস্তানঘনিষ্ঠ সংগঠনের হাত থাকতে পারে। তবে তদন্ত এখনই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনাটির পর থেকেই দিল্লি ও কাশ্মীরজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।