আমুদরিয়া নিউজ : সোমবার আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–এর অপব্যবহার নিয়ে শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি বি. আর. গাভাই বললেন “হ্যাঁ, হ্যাঁ, আমিও আমাদের বিকৃত ছবি দেখেছি। ঘটনাটি ঘটে এক জনস্বার্থ মামলার শুনানিতে। সেখানে আইনজীবী কার্তিকেয় রাওয়াল বলেন, এখনই জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে তা বিচারব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলতে পারে। তাঁর দাবি, সাধারণ এআই শুধু তথ্য বিশ্লেষণ করে, কিন্তু জেনারেটিভ এআই নতুন তথ্য তৈরি করতে পারে— এমনকি এমন মামলা বা আইনও বানিয়ে ফেলতে পারে, যা আসলে নেই। এতে বিভ্রান্তি তৈরি হতে পারে, যা ন্যায়বিচারের মূল নীতির পরিপন্থী। আবেদনে বলা হয়েছে, জেনারেটিভ এআই–এর কাজের পদ্ধতি স্বচ্ছ নয়। অনেক সময় এটি এমন তথ্য তৈরি করে যা বাস্তবে অস্তিত্বই রাখে না— এই প্রবণতাকে বলা হয় ‘হ্যালুসিনেশন’। প্রধান বিচারপতি গাভাই ও বিচারপতি কে. ভিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, দুই সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হবে।