আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছয়জন বাংলাদেশির নাম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। এই ছয়জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।চিঠিতে বলা হয়েছে, ধৃতদের পাসপোর্ট বাংলাদেশের হলেও তাদের ভোটার কার্ড এবং অন্যান্য নথি পশ্চিমবঙ্গের নামে তৈরি। তাই দ্রুত তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কোচবিহারের মেখলিগঞ্জসহ সীমান্ত লাগোয়া এলাকায় হঠাৎ অস্বাভাবিকভাবে ভোটার সংখ্যা বাড়ছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। গত কয়েকদিনে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর এলাকায়ও বহু বাংলাদেশি ধরা পড়েছেন—কেউ কেউ বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। শুধু ৩১ অক্টোবরই ধরা পড়ে ১০ শিশু-সহ ৪৫ জন বাংলাদেশি নাগরিক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিষাক্ত সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, তাই তারা একে একে বেরিয়ে আসছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরোধীদের সমালোচনা করেছেন।