আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গের কন্যা রিচা ঘোষের নামে তৈরি হচ্ছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, চাদমুনিতে প্রায় ২৭ একর জমির উপর এই আধুনিক স্টেডিয়াম তৈরি হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রিচা বাংলার গর্ব। তাঁর অবদান যেন সবাই মনে রাখে, সেই কারণেই এই সিদ্ধান্ত।” রাজ্যের এই তরুণ ক্রিকেটার ভারতের মহিলা ক্রিকেট দলে দুর্দান্ত পারফর্ম করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকার একাধিক প্রকল্প হাতে নিচ্ছে, যাতে আরও রিচারা উঠে আসতে পারেন। এই স্টেডিয়াম শুধুমাত্র রিচার প্রতি সম্মান নয়, এটি আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের জন্যও প্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তিনি।