আমুদরিয়া নিউজ : রাজ্যের সরকারি সংস্থা বাংলার ডেয়ারি দুধের দাম লিটার প্রতি ৪ টাকা বাড়িয়েছে। নতুন দাম নভেম্বর থেকে কার্যকর হচ্ছে। এখন সুপ্রিম দুধের দাম হয়েছে ৬০ টাকা, ‘তৃপ্তি’ দুধ ৫৪ টাকা এবং ‘স্বাস্থ্যসাথী ডবল টোন’ দুধ ৪৮ টাকা। রাজ্যের প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে গোখাদ্যের অভাব দেখা দিয়েছে, ফলে দুধ উৎপাদন কমে গেছে। কাঁচামালের দামও বেড়ে গেছে। তাই উৎপাদকদের ক্ষতি রোধ করতে দুধের দাম সামান্য বাড়ানো হয়েছে। মন্ত্রীর দাবি, বাংলার ডেয়ারি এখনো রাজ্যের বাজারে সবচেয়ে সাশ্রয়ী দুধ সরবরাহ করে। তিনি বলেন, এই সিদ্ধান্ত “নো প্রফিট, নো লস” নীতিতে নেওয়া হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের উপর চাপ যেন না পড়ে, সে দিকেও নজর রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।