আমুদরিয়া নিউজ : গুজরাটে আতঙ্ক ছড়িয়েছে আইএসআইএস যোগের খবরে। রাজ্যের অ্যান্টি টেরর স্কোয়াড (এটিএস) তিনজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে, যাঁদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন আইএসকেপি বা ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ নামের সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক, তাজা কার্তুজ ও চার লিটার সরিষার তেল—যা থেকে ভয়ঙ্কর বিষ ‘রিসিন’ তৈরি করা যায়। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা দিল্লির আজাদপুর মণ্ডি, আহমেদাবাদের নারোডা বাজার ও লখনউয়ের কিছু জায়গায় নাশকতার ছক কষছিল। খাদ্যবাজারে বিষ মিশিয়ে গণহত্যার পরিকল্পনাও ছিল বলে সন্দেহ। বর্তমানে তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারাও তদন্তে নেমেছে। গুজরাট পুলিশ জানিয়েছে, এই চক্রের পেছনে আরও বড় জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।