আমুদরিয়া নিউজ : সুন্দরবনের দুই তরুণী রিয়া সর্দার ও রাখি নস্কর সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে একসঙ্গে থাকার পথ বেছে নিয়েছেন। নিজেদের ভালোবাসাকে আড়াল না করে প্রকাশ্যে এনেছেন দু’জনেই। তাঁদের এই সাহস ও সম্পর্ককে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ভালোবাসা কোনও সীমানা মানে না—না ধর্মে, না জাতিতে, না লিঙ্গে।” রিয়া ও রাখির এই পদক্ষেপ সমাজে নতুন আলো দেখাচ্ছে, এমনটাই মনে করেন তিনি। আরও আশার কথা—গ্রামবাসীরাও তাঁদের পাশে দাঁড়িয়েছে। মেনে নিয়েছে সম্পর্কটিকে। যদিও দেশে এখনো সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পায়নি, তবু এই জুটি দেখিয়ে দিলেন, ভালোবাসার শক্তি আইন ও ভয়ের ঊর্ধ্বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সাহসকে নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা বলে প্রশংসা করেছেন।