আমুদরিয়া নিউজ : ডোনাল্ড ট্রাম্প নিজের সোশাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন,. ধনীদের বাদ দিয়ে আমেরিকার সব নাগরিককে ২ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। ভারতীয় টাকার অঙ্কে প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা মাথা পিছু মিলবে। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, নানা দেশের উপর শুল্ক চাপিয়ে আমেরিকা যে অর্থ পাবে, সেখান থেকেই ওই টাকা দেওয়া হবে। কবে থেকে দেওয়া হবে তা ঘোষণা করা হয়নি।