আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার উত্তরবঙ্গে আসছেন। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখবেন তিনি। প্রথমে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন, তারপর সড়ক পথে শিলিগুড়ি ও আশপাশের জেলায় যাবেন। প্রশাসনিক বৈঠকে জেলার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।