আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির ফুটবলার পাসাং দর্জি তামাং ভারতের অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলে জায়গা পেয়েছেন। তাঁর এই সাফল্যে উত্তরবঙ্গজুড়ে আনন্দের হাওয়া। শিলিগুড়ির শহিদনগর এলাকার বাসিন্দা পাসাং ছোটবেলা থেকেই স্থানীয় ক্লাবে খেলতেন। ধীরে ধীরে তাঁর খেলার দক্ষতা নজর কাড়ে রাজ্য কোচদের। আগামী ১৫ নভেম্বর থাইল্যান্ডে হতে চলা আন্তর্জাতিক ম্যাচের জন্য তাঁকে দলে নেওয়া হয়েছে। পাসাং জানিয়েছেন, দেশের জার্সি গায়ে খেলতে পারা তাঁর জীবনের সবচেয়ে বড় গর্ব।