আমুদরিয়া নিউজ: মদ্যপ পুলিশের গাড়ির ধাক্কায় বাইক থেকে পড়ে মৃত শিক্ষক, জখম স্ত্রী ২ ছেলেমেয়ে শুক্রবার রাতে মধ্যপ্রদেশের নিমুচে এক মদ্যপ সহকারী সাব ইন্সপেক্টরের গাড়ির ধাক্কায় এক শিক্ষক বাইক থেকে ছিটকে পড়ে মারা গিয়েছেন। বাইকে থাকা তাঁর স্ত্রী ও দুই সন্তান গুরুতর জখম হয়েছে। এক সন্তানের একটি পা কাটা গিয়েছে। সকলের অবস্থায়ই গুরুতর। মনোজ যাদব নামের সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছেন জেলার এসপি অঙ্কিত জয়সোয়াল। তিনি বলেছেন, ওই এএসআইকে গ্রেফতার করতে বলা হয়েছে। এএসআইয়ের গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। তা থেকে মদের বোতল, গ্লাস মিলেছে।
পুলিশ জানায়, মৃতের নাম দশরথ (৪২)। তিনি শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী ললিতা বাই (৩৫) এবং দুই সন্তান হর্ষিত (১০) ও জয়া (৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
মৃত দশরথ স্থানীয় জ্ঞানোদয় আইটিআই কলেজের শিক্ষক ছিলেন । সেদিন পরিবারকে নিয়ে বাজার থেকে ফিরছিলেন। তখনই পিছন থেকে দ্রুত গতিতে এসে মনোজ যাদবের গাড়ি তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। স্থানীয়রা দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা দশরথকে মৃত ঘোষণা করেন। শনিবার দশরথের গ্রামে দেহ পৌঁছতে সকলে ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে বলে দাবি তুলে বিক্ষোভ দেখান।
Leave a Comment