আমুদরিয়া নিউজ : বহরমপুরে ভোটার তালিকা ও এসআইআর ইস্যুতে আত্মহত্যা করা এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘটনায় পদক্ষেপ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের জন্মদিনের দিনই তিনি বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জিকে ফোনে নির্দেশ দেন, মৃত ব্যবসায়ী তারক সাহার পরিবারের পাশে দাঁড়াতে এবং দ্রুত প্রশাসনিক সাহায্যের ব্যবস্থা করতে। জানা গেছে, তারক সাহা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় মানসিক চাপে ভুগছিলেন। এই ঘটনা জানার পর অভিষেক বলেন, “মানুষের আতঙ্ক দূর করা সরকারের দায়িত্ব।” তিনি দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন, প্রতিটি পুরসভা এলাকায় এসআইআর নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে সচেতনতা কর্মসূচি নেওয়ার জন্য। পাশাপাশি মৃতের পরিবারের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।