আমুদরিয়া নিউজ : রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষার অপেক্ষার অবসান। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (ডব্লিউবিএসএসসি) ২০২৫ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি) ফলাফল প্রকাশ করেছে — এই নিয়োগ পরীক্ষা ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকদের জন্য। ফলাফলে পরীক্ষার্থীদের রোল নম্বরের তালিকা পিডিএফ আকারে দেওয়া হয়েছে। ফল ঘোষণা নিয়ে উত্তেজনা বেড়েছে, কারণ এখন ইন্টারভিউয়ের পরবর্তী ধাপ শুরু হবে। ফল খোলার সময় ওয়েবসাইটে কিছু লোড সমস্যা দেখা দেয়, আবেদনকারীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষক পদের জন্য এত বিপুল আবেদন ও স্বচ্ছ প্রক্রিয়াকে অনেকেই প্রশংসা করেছেন। এখন দেখার বিষয়, ফলাফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া কতটা দ্রুত ও স্বচ্ছভাবে এগিয়ে যায়।