আমুদরিয়া নিউজ : ভারতের মহিলা বিশ্বকাপজয়ী দলে ছিলেন প্রতিকা রাওয়াল। কিন্তু চোট পাওয়ায় ফাইনালে খেলতে পারেননি। তাই ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি পদক পাননি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রেসিডেন্ট জয় শাহ বিষয়টি জেনে তাঁকেও পদক দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রতীকার বাবা প্রদীপ রাওয়াল জানান, জয় শাহকে অনেক ধন্যবাদ।
ঘটনা হল, লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পান প্রতীকা। চোটের কারণে সেমিফাইনালের আগে তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। তাঁর পরিবর্তে খেলতে নামেন শেফালি বর্মা। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলের কেবল ১৫ জন খেলোয়াড়ই পদক পান। প্রতীকা ২রা নভেম্বর ফাইনালে ১৫ জনের দলে না থাকায় তাঁকে পদক দেওয়া হয়নি। প্রতীকা বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ ৩০৮ রান করেছেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে দলকে সেমিফাইনালে তোলায় ভূমিকা নিয়েছিলেন বেশি।
তাই তিনি পদক না পাওয়ায় অনেকে আইসিসির নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। এর পরেই আসরে নামেন জয় শাহ।
Leave a Comment