আমুদরিয়া নিউজ: ধনধান্য অডিটোরিয়াম ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গেল বৃহস্পতিবার। এদিন প্রদীপ প্রজ্জ্বলন জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, দেব, পাওলি দাম, শুভাশীস মুখোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া।