আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে টি–২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। টসে হেরে আগে ব্যাট করে ভারত তুলেছিল ১৬৭/৮। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল ১১৯ রানে। শুভমান গিল ৩৯ বলে ৪৬ রান, অভিষেক শর্মা ২১ বলে ২৮, শিবম দুবে ১৮ বলে ২২, সূর্যকুমার যাদব ১০ বলে ২০ করেন। শেষদিকে অক্ষর প্যাটেল ১১ বলে ২১ রান করেন। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ এবং ম্যাথিউ শর্ট প্রথম উইকেটে ৩৭ রান যোগ করেন। অক্ষর শর্টকে(২৫) ফেরাতেই ভারতীয় বোলাররা ম্যাচে জাঁকিয়ে বসেন। ওয়াশিংটন নেন তিন উইকেট। অক্ষর এবং শিবম দুটি এবং বাকিরা একটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া অল আউট হয় ১১৯ রানে। সিরিজের পঞ্চম ম্যাচ শনিবার ব্রিসবেনে।