আমুদরিয়া নিউজ: বিহারে প্রথম দফার ভোটের দিন অশান্তি। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলার অভিযোগ উঠল। নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইতেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়া হয় বলে অভিযোগ। সেইসঙ্গে একদল জনতা ‘মুর্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকে। উপ মুখ্যমন্ত্রীর অভিযোগ, আরজেডির লোকেরা তাঁর উপর হামলা চালায়। তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন। আরজেডি সমর্থকেরা গাড়ির উপর ইট-পাথর ও জুতো ছোড়ে। উপমুখ্যমন্ত্রী এও হুমকি দিয়েছেন এনডিএ ফের সরকার গঠন করলে আরজেডির দুষ্কৃতীদের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। অপরপক্ষে আরজেডির অভিযোগ, তাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যাতে করে ভোটপ্রক্রিয়াকে স্লথ করে দেওয়া যায়। যদিও আরজেডির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।