আমুদরিয়া নিউজ: প্রথমবার মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন। বুধবার সন্ধ্যায় দিল্লিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন হরমনপ্রীত কৌরেরা। জয়ী দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাসভবনে বেশ কিছু ক্ষণ ছিলেন হরমনপ্রীতেরা। মোদীর হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন। সকল ক্রিকেটারের সই করা একটি জার্সিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হরমনপ্রীত। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন ক্রিকেটারেরা।