আমুদরিয়া নিউজ: শ্যুটিং ফ্লোরে আচমকাই অসুস্থ অভিনেতা জীতু কমল। ভর্তি করতে হল হাসপাতালে। সূত্রের খবর, হুগলির ধান্যকুড়িয়ায় প্রকাশ লাহিড়ি পরিচালিত ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন জীতু। সেসময়েই আচমকা বুকে ব্যথা সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বরও আসে তাঁর। তড়িঘড়ি কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জীতুর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। বর্তমানে ছবির পাশাপাশি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং নিয়েও ব্যস্ত জীতু।