আমুদরিয়া নিউজ: টাইফুন কালমেগির দাপটে তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতি ফিলিপিন্সে। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬ জনের। মঙ্গলবার ভোরের দিকে আছড়ে পড়তে শুরু করে কালমেগি। তারপর থেকে চলছে প্রবল বৃষ্টি। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির জনবহুল কেন্দ্রীয় দ্বীপ সেবুতে, যেখানে ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঝড়ের দাপটে বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছে। রাস্তা থেকে উড়ে দূরে গিয়ে পড়েছে গাড়ি! ঝড়ের সময় উদ্ধারকাজে নামা একটি সেনা কপ্টার আছড়ে পড়ে সেবুর দক্ষিণে। ভিতরে থাকা ৬ জনেরই মৃত্যু হয় বলে জানানো হয়েছে। স্থানীয়ভাবে ‘টিনো’ নামে পরিচিত কালমেগি বর্তমানে কিছুটা দুর্বল হলেও এখনো ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ঝড় বইছে। বুধবারের মধ্যে এটি ভিসায়াস অঞ্চল পেরিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস স্থানীয় আবহাওয়া দপ্তরের।