আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আহত অন্তত ২০। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা, এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে ছত্তিশগড় সরকার। মঙ্গলবার বিকেলে বিলাসপুর জেলায় লালখাদানের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মালগাড়িটি লাইনে দাঁড়িয়েছিল। সেই সময় যাত্রিবাহী ট্রেনটি সজোরে গিয়ে মালগাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রিবাহী ট্রেনটির একাংশ। ইতিমধ্যেই রেলের তরফে নিহতদের নিকটাত্মীয়দের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা এবং সামান্য আহত যাত্রীদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।