আমুদরিয়া নিউজ: এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক। মৃতের নাম মহুল শেখ (৪৫)। পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। এদিনই হাওড়ার উলুবেড়িয়ায় উদ্ধার হয়েছে ২৮ বছরের এক ঠিকাশ্রমিকের দেহ। পরিবারের দাবি, এসআইআর-আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি।