আমুদরিয়া নিউজ: মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন বিএলওরা। প্রথমদিন কতজন ভোটারের কাছে তাঁরা যেতে পারলেন, সেই তথ্য দিয়েছে সিইও দফতর। কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৮ লক্ষেরও বেশি ভোটারকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বিএলও-দের এই কাজ।