আমুদরিয়া নিউজ: কানাডায় শো করতে গিয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠল মাধুরী দীক্ষিতের বিরুদ্ধে। ঘটনায় বিরক্ত দর্শক টাকা ফেরতের দাবি তুলেছেন। সম্প্রতি অভিনেত্রীর কানাডায় শোয়ের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেখানেই দেখা যাচ্ছে, অভিনেত্রীর অনুরাগীরা ক্ষোভে ফুঁসছেন! অভিযোগ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা শুরু হয় প্রায় রাত ১০টায়। এতটা দেরি হওয়ায় অনেকেই অনুষ্ঠান সম্পূর্ণ না দেখেই বেরিয়ে যান। টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন অনেকে। বিষয়টি নিয়ে অবশ্য অভিনেত্রীর এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।