আমুদরিয়া নিউজ: এসআইআর বিরোধিতায় কলকাতায় তৃণমূলের মিছিল। এদিন রেড রোডে বি.আর. অম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের মিছিল। সংবিধান হাতে মিছিলের সামনে হাঁটতে দেখা যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতিবাদ মিছিলে তৃণমূলের তারকা বিধায়ক, সাংসদের পাশাপাশি রয়েছেন টেলি তারকারা। মিছিলে এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিজনরাও রয়েছেন বলে জানা গিয়েছে। রানি রাসমণি রোড ধরে কে.সি. দাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সেখানে সভায় মমতা ও অভিষেক কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে সব মহলের।