আমুদরিয়া নিউজ: মণিপুরের চুড়াচাঁদপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-র চার জঙ্গির। জানা গিয়েছে, কুকি জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে চূড়াচাঁদপুরের পশ্চিম দিকে খাঁপি গ্রামে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় চার কুকি জঙ্গির। বাকিরা পালিয়ে যায়। পলাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে অসম রাইফেলস এবং পুলিশের যৌথবাহিনী।