আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকে শুরু হল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন বিএলও-রা। করছেন তথ্যসংগ্রহ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন যে এই কাজ করা যাবে অনলাইনেও। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে মঙ্গলবার থেকে ওই প্রক্রিয়া শুরু হচ্ছে না। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে ভোটারদের। এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।