আমুদরিয়া নিউজ: রাজ্য সরকারের স্বাস্থ্যবিমা ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প ১ কোটির মাইলফলক স্পর্শ করেছে। সোমবার এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৩১ অক্টোবর পর্যন্ত ১ কোটি মানুষ ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। যার জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা। তিনি লিখেছেন, ‘মানুষের বিপদের সময় পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য সাথী প্রকল্প তারই নজির। পশ্চিমবঙ্গের প্রায় ৮.৫ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ, রাজ্যের প্রায় প্রতিটি পরিবারই আজ স্বাস্থ্যসাথীর সুরক্ষায় আচ্ছাদিত।’ ২০১৬ সালে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পটি চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।