আমুদরিয়া নিউজ: এসআইআর এর বিরোধিতায় আগামী ৫ নভেম্বর থেকে অনশনে বসবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। শনিবার ঠাকুরনগরে সাংবাদিক সম্মেলন করে জানান তিনি। তাঁর আশঙ্কা উত্তর ২৪ পরগনার মতো জেলায় যাদের নাম বাদ যাবে তাদের অর্ধেকের বেশি হতে পারেন মতুয়ারা। তাঁর বক্তব্য, যদি দেড় কোটি মানুষের নাম বাদ যায় তাহলে এক কোটিই মতুয়া হবেন। প্রায় ৯৫ শতাংশ মতুয়া ভোট কাটা যাবে। তিনি বলেন, “এসআইআরে প্রচুর ওপার বাংলার মানুষ, মতুয়াদের উপর প্রভাব পড়বে। তাঁদের জন্য আমরা লড়াইয়ে নামছি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঠিক করেছে ৫ তারিখ থেকে আমরা আমরণ অনশন করব। ভুতুড়ে ভোটার বাদ যাক তাতে আমাদের আপত্তি নেই।” তাঁর স্পষ্ট বার্তা কোনও মতুয়ার নাম বাদ দেওয়া চলবে না।