আমুদরিয়া নিউজ: বিহারের উদাহরণ টেনে রাজ্যের বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই নিয়ে এ বার নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ব্যাখ্যা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি লিখেছেন। অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে। কী বলেছিলেন শুভেন্দু? গত ২৯ অক্টোবর আমতলায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে তিনি বলেন, ‘‘বিহারের ৫২ জন বিএলও কিন্তু এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। জেলে যাওয়ার জন্য তথ্য-নথি আমরা জোগাড় করে দেব।’’ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধেই আসরে নেমেছে রাজ্যের শাসকদল। এই মন্তব্যের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলেই দাবি তৃণমূলের। সেকথা উল্লেখ করে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরের আর্জি জানানো হয়েছে। এছাড়া বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত এবং এমন মন্তব্য থেকে যেকোনও রাজনৈতিক দলের কর্মীদের বিরত থাকার কথা বলা হয়েছে।