আমুদরিয়া নিউজ: ‘গ্যাংস্টার’ ছবিতে প্রথম নজর কেড়েছিলেন। এরপর ‘ভুলভুলাইয়া’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘হাজারোঁ খোয়াইশে অ্যায়সি’ এবং ‘ওহ লমহে’র মতো একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাইনি আহুজা। খুব কম সময়ে চল্লিশটি সিনেমায় অভিনয় করেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ২০০৯ সালের ভয়ানক ঘটনায় রাতারাতি তাঁর জীবন বদলে যায়। বাড়ির ১৯ বছরের পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে সাত বছর জেলে কাটাতে হয় অভিনেতাকে। এরপর আবার বলিউডে ফেরার চেষ্টা করেও অসফল হন। তার পরেই বলিউড ছাড়েন তিনি। ভারত ছেড়ে পাড়ি দেন বিদেশে। বর্তমানে তিনি ফিলিপিন্সের বাসিন্দা। সেখানে নিজের কাপড়ের ব্যবসা রয়েছে শাইনির। সম্প্রতি শাইনির একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, বেশ কিছুটা ওজন বেড়েছে তাঁর। তবে মুখের হাসি আগের মতোই আছে।