আমুদরিয়া নিউজ: আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া হোক এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জন স্বার্থ মামলা। শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। হাইকোর্টে একাধিক দাবি জানিয়েছেন আবেদনকারী। তাঁর আবেদন, আদালতের নজরদারিতে হোক এসআইআর প্রক্রিয়া। বিশেষ নিবিড় সমীক্ষার জন্য সময়সীমা বৃদ্ধি করা হোক। কেন এসআইআর করা হচ্ছে? এসআইআর করার প্রয়োজন কী? বিস্তারিতভাবে যাতে জাতীয় নির্বাচন কমিশন আদালতের কাছে জানায়, সেই দাবিও জানিয়েছেন আবেদনকারী। একইসঙ্গে আবেদনে বলা হয়েছে, ২০০২-র ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক কমিশন। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলও-রা।