আমুদরিয়া নিউজ: গাড়ির গায়ে প্রস্রাব করার প্রতিবাদ করায় কানাডায় পিটিয়ে খুন করা হল ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে। কানাডার এডমন্টনের ঘটনা। মৃতের নাম আরভি সিং সাগু (৫৫)। গত ১৯ অক্টোবর রাতে প্রেমিকাকে নিয়ে রেস্তরাঁয় গিয়েছিলেন আরভি। সেখানে খাওয়াদাওয়া সেরে ভোরবেলা রেস্তরাঁ থেকে বার হন। রেস্তরাঁর বাইরে আরভির গাড়ি দাঁড় করানো ছিল। রেস্তরাঁ থেকে বেরিয়ে আরভি দেখেন কয়েক জন অজ্ঞাতপরিচয় তাঁর গাড়ির গায়ে প্রস্রাব করছেন। প্রতিবাদ করতেই অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই আরভিকে বেধড়ক মারধর করেন তাঁরা। হামলার জেরে জ্ঞান হারান আরভি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পাঁচ দিন পর সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
 
			 
					 
		 
		 
		 
		