আমুদরিয়া নিউজ: অডিশন দিতে এসে মুম্বইয়ের স্টুডিওয় পণবন্দি ১৭ শিশু। পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় শেষপর্যন্ত উদ্ধার করা হল শিশুদের। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অপহরণকারীরও। জানা গেছে, মুম্বইয়ের পোওয়াই এলাকার আরএ স্টুডিওতে শিশুদের নিয়ে অভিনয়ের ক্লাস ও অডিশন চলাকালীন এই শিশুদের আটকে রাখেন ওই স্টুডিওরই কর্মী রোহিত আর্য। এরপর ভিডিয়ো বার্তায় তিনি জানান, ‘আমার একটি পরিকল্পনা রয়েছে। আর তার জন্যই শিশুদের বন্দি বানিয়েছি। আমার বেশি কিছু দাবি নেই। সাধারণ কয়েকটি দাবি এবং কিছু প্রশ্ন করতে চাই’। সঙ্গে হুঁশিয়ারি, ‘কেউ যদি কোনও চালাকি করার চেষ্টা করেন, তা হলে গোটা স্টুডিয়োয় আগুন ধরিয়ে দেব’। খবর পেয়ে পুলিশ শিশুদের উদ্ধার করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালান রোহিত। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই মৃত্যু হয় অভিযুক্তের।
 
					 
			 
		 
		 
		 
		