আমুদরিয়া নিউজ: এসআইআরের আবহে বাংলার বিএলওদের হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমতলায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন বিএলও-রা যদি কোনও ‘দাদাদিদির’ কথা মতো চলেন, তাহলে তাঁদের পরিণতিও বিহারের বিএলও-দের মতো হবে। শুভেন্দু বলেন, “৫২ জন বিএলও বিহারের জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন। তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারের ৫২ জন বিএলও কিন্তু এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। পুলিশ বাধ্য হবে, আপনাকে গ্রেপ্তার করতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, যেখানে গেলে পুলিশ বাধ্য হবে, সর্বভারতীয় দল হিসাবে আমরা সেখানে যাব।” বিরোধী দলনেতাকে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “মানুষের মন থেকে বিজেপি বিচ্ছিন্ন। যাতে সরকারি কর্মীদের উপর প্রভাব ফেলা যায় তাই আতঙ্ক ছড়াতে এসব বলছে।”
 
			 
					 
		 
		 
		 
		