আমুদরিয়া নিউজ: চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম তিনটি টি–টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। বুধবার ক্যানবেরায় প্রথম টি–টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি বিবৃতি দিয়ে জানায়, নীতীশ প্রথম তিনটি টি–টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন। অজিদের বিরুদ্ধে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পান নীতীশ। বিসিসিআই জানাচ্ছে, ওই ম্যাচে উরুতে আঘাত পান তরুণ অলরাউন্ডার। সেখান থেকে সেরে উঠতেই ঘাড়ে চোট পেয়েছেন তিনি। আপাতত তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
 
					 
			 
		 
		 
		 
		