আমুদরিয়া নিউজ: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার ক্যানবেরায় টস হেরে ব্যাট করতে নামে ভারত। এশিয়া কাপে দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা এদিন ১৪ বল খেলে ১৯ রান করে আউট হন। তবে বারবার ম্যাচে থাবা বসায় বৃষ্টি। শেষ পর্যন্ত মাত্র ৯.৪ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ভারত। ৯.৪ ওভারে ভারতের রান যখন ৯৭/১। তখন ফের বৃষ্টি নামে। তারপরে ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হন আম্পায়াররা। ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। শুভমান গিল ২০ বলে ৩৭ রান করেন।