আমুদরিয়া নিউজ: বুধবার ভোটমুখী বিহারে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বলেন, ভোটের জন্য প্রধানমন্ত্রী মোদী সবকিছু করতে পারেন। আপনারা যদি নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার শর্তে নাচতে বলেন, উনি মঞ্চে নেচেও দেখাবেন। সদ্য শেষ হয়েছে বিহারিদের সবচেয়ে বড় উৎসব ছটপুজো। দিল্লিতে প্রবাসী বিহারিদের যমুনার দূষিত জলেই প্রার্থনা করতে হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর ডুব দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয় একটি পুকুর। সেই নিয়ে রাহুল এদিন বলেন, “সাধারণ বিহারীদের দূষিত যমুনার জলে ছটপুজো করতে হচ্ছে, আর মোদি ডুব দেবেন নিজের সুইমিং পুলে! আসলে প্রধানমন্ত্রীর যমুনার সঙ্গেও কোনও সম্পর্ক নেই, ছটের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। তিনি শুধু আপনাদের ভোট চান।”
 
					 
			 
		 
		 
		 
		