আমুদরিয়া নিউজ: মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালিকার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সিরিয়া হেরেঞ্জ। সে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে সারান্ডার জঙ্গলে কয়েক জন গ্রামবাসী কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ওই নাবালিকাও কাঠ কুড়োচ্ছিল। সেই সময় ভুলবশত মাটিতে পুঁতে রাখা বোমায় পা দেয় সে। তারপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে ওই নাবালিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।