আমুদরিয়া নিউজ: বাংলায় এসআইআর ঘোষণার কড়া সমালোচনা করে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, আন্দোলনে ঝাঁপাবে তৃণমূল। দিল্লিতে ঘেরাও করা হবে কমিশনের দপ্তর।” সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচন করত। এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে। ওদের লক্ষ্য কোনওভাবেই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। SIR হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং অর্থাৎ চুপিচুপি ভোটে কারচুপি।” অভিষেকের প্রশ্ন, “আগে যখন এসআইআর হয়েছিল তখন সময় লেগেছিল ২ বছর। এবার বলছে ২ মাসে হয়ে যাবে। কীভাবে?” অভিষেকের দাবি, ত্রুটিমুক্ত করাই উদ্দেশ্য হলে সময় নিয়ে এসআইআর করা হত। আদতে পরিকল্পনামাফিক বহু বাসিন্দার নাম বাদ দিতেই এই চক্রান্ত। পাশাপাশি কেন অসমে এসআইআর হল না, তা নিয়েও এ দিন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা।
 
					 
			 
		 
		 
		 
		